অভিবাসন ও আবাসিক নীতিতে পরিবর্তন আনার লক্ষ্যে ভিসার নিয়মে কিছুটা পরিবর্তন এনেছে সংযুক্ত আরব আমিরাত। ফলে সেখানে কর্মরত প্রবাসী থেকে শুরু করে বিদেশি পর্যটকদের নতুন নিয়মের আওতায় আসতে হবে। চলতি বছরের এপ্রিলে নতুন ভিসা নিয়মের প্রস্তাব অনুমোদন করে আমিরাতের মন্ত্রিসভা। এর পর ৩ অক্টোবর থেকে তা কার্যকর করা হয়েছে।
আলজাজিরার খবরে বলা হয়, আরও দক্ষ পেশাদারদের আকৃষ্ট করার লক্ষ্যেই নতুন এ ভিসা নিয়ম চালু করেছে সংযুক্ত আরব আমিরাত। কারণ করোনা মহামারির প্রভাব থেকে ফিরে আসতে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে চায় দেশটি।
২০২১ সালের সেপ্টেম্বরে প্রথম গ্রিন ভিসার ঘোষণা দিয়েছিল সংযুক্ত আরব আমিরাত। এ ভিসা পেলে বিদেশিরা পাঁচ বছরের জন্য সংযুক্ত আরব আমিরাতে থাকতে পারবেন, এর জন্য তাদের নাগরিকত্ব এবং নিয়োগকর্তার সমর্থনের প্রয়োজন নেই। ফ্রিল্যান্সার, দক্ষ কর্মী এবং বিনিয়োগকারীরা এ ভিসার জন্য আবেদন করতে পারেন।
নতুন নিয়ম কার্যকর হওয়ার পর এখন কোনো গোল্ডেন ভিসাধারী ছয় মাস সংযুক্ত আরব আমিরাতের বাইরে থাকলেও তার ভিসা বাতিল হবে না। এ ছাড়া এই ভিসাধারী যে কোনোসংখ্যক গৃহকর্মী রাখতে পারবেন। অন্যদিকে গোল্ডেন ভিসায় পরিবারের সদস্য, স্ত্রী-সন্তান যে কোনো বয়সের সবাইকে একসঙ্গে রাখা যাবে। ভিসা বাতিল বা মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তারা একসঙ্গে থাকতে পারবেন।
আর নতুন নিয়মানুযায়ী, এখন কেউ যদি ট্যুরিস্ট ভিসায় সংযুক্ত আরব আমিরাতে যান, তিনি এখন সেখানে দুই মাস থাকতে পারবেন। আগের ৩০ দিনের নিয়ম পরিবর্তন করে এটি ৬০ দিন করা হয়েছে। এ ছাড়া একটি নতুন মাল্টি-এন্ট্রি ট্যুরিস্ট ভিসাও ঘোষণা করা হয়েছে, যা সংযুক্ত আরব আমিরাতে ৯০ দিন পর্যন্ত থাকার অনুমতি দেবে।
গোল্ডেন ভিসায় একবারে ১০ বছর সংযুক্ত আরব আমিরাতে থাকতে পারা যায়। বিনিয়োগকারী, ব্যবসায়ী বা গবেষক, চিকিৎসক, বিজ্ঞানীরা গোল্ডেন ভিসা পেতে পারেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।