সম্প্রতি রাশিয়ার যুদ্ধজাহাজ মস্কভা কৃষ্ণসাগরে ডুবে গেছে। ইউক্রেন দাবি করেছে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ‘নেপচুন’- এর মাধ্যমে নৌযানটিতে হামলার কারণে ডুবে যায় মস্কোভা। তবে বৈরি আবহাওয়ার কারণে জাহাজটি ডুবে বলে জানায় রাশিয়া।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত বুধবার বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হওয়া তাদের মস্কভা নামে রণতরীটি টেনে বন্দরে নেওয়ার সময় ডুবে গেছে।

ইউক্রেন দাবি করেছে, তাদের সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত হয় এই রাশিয়ান যুদ্ধজাহাজ। এর পরই রাশিয়ার রাষ্ট্রীয় এক টেলিভিশন ঘোষণা দিয়েছে, তৃতীয় বিশ্বযুদ্ধ ইতোমধ্যে শুরু হয়েছে।

শুক্রবার (১৫ এপ্রিল) এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ক্রেমলিনের প্রচারণাকার্যে ব্যবহৃত মিডিয়া রাশিয়া-‌১ চ্যানেলের উপস্থাপক ওলগা স্কাবেয়েভা দর্শকদের উদ্দেশে বলেন, যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাকে তৃতীয় বিশ্বযুদ্ধ বলা যেতে পারে।

এ সময় তিনি জোর দিয়ে বলেন, এটি সম্পূর্ণরূপে নিশ্চিত। অনুষ্ঠানটিতে আগত একজন অতিথি রুশ জাহাজ ‘মস্কোভা’ ডুবে যাওয়াকে রাশিয়ার মাটিতে আক্রমণের সাথে তুলনা করেছেন। যদিও ক্রেমলিন বলেছিল আগুনের কারণে ডুবেছে জাহাজটি।