হাসপাতালে চিকিৎসাধীন ক্যান্সার আক্রান্ত বোন। তাকে বাঁচাতে দরকার প্রচুর টাকা। কিন্তু ব্যাংকে ডিপোজিট করে রাখা টাকা আটকে আছে তিন বছর ধরে। আর তাই বাধ্য হয়েই ব্যাংক ডাকাতি করলেন আরেক বোন। বুধবার (১৫ সেপ্টেম্বর) লেবাননের বৈরুতে একটি ব্যাংকে এ ঘটনা ঘটায় ওই নারী। ব্যাংকটি থেকে তিনি ১৩ হাজার ডলার লুট করেছেন বলে জানা গেছে।

১৪ সেপ্টেম্বর বুধবার লেবাননের বৈরুতের একটি ব্যাংকে ঠিক একই কাণ্ড ঘটিয়েছেন এক নারী। তিনি তার সহযোগীদের সঙ্গে নিয়ে অস্ত্র হাতে বিএলওএম ব্যাংকের একটি শাখায় প্রবেশ করেন। অস্ত্রের মুখে নিজের অর্থ ফেরত দিতে ব্যাংকের কর্মকর্তাদের হুমকি দিতে থাকেন।

ব্যাংকে ঢুকে ওই নারী ফেসবুকে লাইভ করেন। সেই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, আমি সালি হাফেজ, আমি আজ এসেছি, আমার বোনের অর্থ ফেরত নিতে যে হাসপাতালে মারা যাচ্ছে। তিনি আরও বলেন, আমি কাউকে খুন করতে বা গুলি করতে আসিনি। আমি আমার অধিকার নিতে এসেছি। এদিকে এ নারীর এমন কাণ্ডের পর লেবাননের সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে হিরো হিসেবে আখ্যায়িত করেন অন্যন্য ব্যবহারকারীরা।

ভিডিওতে আরেকটি নারীকে বলতে শোনা যায় তারা ব্যাংক থেকে ১৩ হাজার ডলার ছাড়িয়ে নিতে পেরেছেন। এদিকে এ ঘটনার পর দেখা যায় ব্যাংকের ভেতর পেট্রোল পরে আছে। তাছাড়া সেখানে একটি অস্ত্রও পাওয়া যায়। তবে ওই অস্ত্রটি আসল কিনা সেটি এখনো জানা যায়নি।