আফগানিস্তানে ফেলে যাওয়া বেশ কিছু অত্যাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ সামরিক যান ‘হামবি’ ইরান পাঠিয়েছে তালেবান। সামাজিক যোগাোযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মার্কিন বাহিনীর এসব ফেলে যাওয়া সামরিক যান সীমান্ত পথে ইরান নিয়ে যেতে দেখা গেছে। এতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইরাকে অবস্থিত মার্কিন সেনা কর্মকর্তারা। মার্কিন সামরিক ও নিরাপত্তা বিশ্লেষক জনাথান কিটসন বলেছেন, এ সব সামরিক যান ইরানের হাতে চলে যাওয়ার অর্থ হলো ইরাকে মার্কিন সেনাদের চরম ঝুঁকিতে রাখা।
খবর আরব নিউজের। তিনি বলেন, এর ফলে ইরান এসব সামরিক যানের প্রযুক্তি আয়ত্ত করে আরও উন্নত প্রযুক্তির সামরিক যান তৈরি করে ইরাকে মার্কিন বাহিনীকে বিপদে ফেলতে পারে। এ বোকামির জন্য তিনি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর গাফিলতিতে দোষছেন।
মার্কিন বাহিনী প্রত্যাহারের আগেই এ সব বিষয়ে ভালোভাবে পরিকল্পনা করার প্রয়োজন ছিল বলে জনাথান কিটসন মনে করেন। সম্প্রতি সামাজিক যোগাোযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সাঁজোয়া যানের সঙ্গে অনেক মার্কিন অত্যাধুনিক ট্যাঙ্কও রয়েছে।
আফগান বাহিনীকে দেওয়া ৭০ হাজারেরও বেশি মার্কিন সামরিক যান চলে যায় তালেবানের হাতে। ওয়াশিংটন বলছে, তালেবানদের প্রশিক্ষণ ও অস্ত্র দিয়ে মধ্যপ্রচ্যকে আরও অস্থির করে তুলতে পারে ইরান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।