অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মুখে জরুরি অবস্থা জারি করা হয়েছিলো দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কায়। শেষ পর্যন্ত ক্ষমতাসীন জোট থেকে কয়েক ডজন এমপি বেরিয়ে যাওয়ার পর জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দেন শ্রীলংকার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসে।

গতকাল মঙ্গলবার (৫ এপ্রিল) গভীর রাতে এক বিবৃততে জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। এদিকে সংকটে জর্জরিত শ্রীলঙ্কার নতুন নিয়োগকৃত অর্থমন্ত্রী আলী সাবরিও গতকাল পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দায়িত্ব নেয়ার মাত্র ২৪ ঘণ্টা যেতে না যেতেই মঙ্গলবার পদত্যাগ করেন তিনি।

শ্রীলঙ্কায় নজিরবিহীন তীব্র অর্থনৈতিক সংকটের মাঝে দেশটির বিরোধী দলীয় নেতা সাজিথ প্রেমাদাসা নির্বাহী রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা বাতিল করার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার দেশটির সংসদে দেয়া বক্তৃতায় তিনি বলেন, গত ২০ বছর ধরে সবাই নির্বাহী রাষ্ট্রপতি ব্যবস্থা বাতিলের প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু কেউই সেটি করেননি। দেশটিতে খাদ্য ও জ্বালানির তীব্র ঘাটতির পাশাপাশি ভয়াবহ অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে।

 

 

কলমকথা/ বিথী