করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন অবিশ্বাস্য গতিতে ছড়িয়ে পড়ছে বলে সতর্ক বার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বিশ্বের ৭৭টি দেশে এ পর্যন্ত নতুন এই ভ্যারিয়েন্টের রোগী শনাক্ত হয়েছে বলে বুধবার (১৫ ডিসেম্বর) বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস আধানম গ্রেব্রিয়াসাস এক সংবাদ সম্মেলনে বলেছেন, হয়তো আরও অনেক দেশেই ছড়িয়েছে এই ভ্যারিয়েন্ট যা এখনো শনাক্ত হয়নি।

তিনি জানান, এই ভ্যারিয়েন্ট মোকাবিলায় প্রয়োজনীয় সব কিছু করা হচ্ছে না, যা নিয়ে তিনি উদ্বিগ্ন।

আরও পড়ুন: দেশে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত: স্বাস্থ‌্যমন্ত্রী

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, ‘আমরা এখন নিশ্চিতভাবে বুঝতে পারছি যে এই ভাইরাসকে শুরুতে একেবারেই গুরুত্ব দেইনি আমরা। এখন ওমিক্রন যদি অপেক্ষাকৃত কম গুরুতর রোগও হয়ে থাকে, আক্রান্তের হারে যে ঊর্ধ্বগতি তার জন্য স্বাস্থ্য ব্যবস্থা প্রস্তুত নয়, ফলে আবারও পুরো পৃথিবীর স্বাস্থ্য ব্যবস্থা একটি বেকায়দায় পড়তে পারে।’

উল্লেখ‌্য, নভেম্বরের প্রথমে দক্ষিণ আফ্রিকাতে ওমিক্রন শনাক্ত হয়। দেশটিতে ওমিক্রনে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। বাংলাদেশেও ইতিমধ‌্যে ওমিক্রন শনাক্ত হয়েছে।