ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ওয়ার্ডে আগুন লেগে এক করোনা রোগীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৯ জানুয়ারি) ভোর রাতে ওই আগুন লাগে। খবর আনন্দবাজার পত্রিকার। আগুনে পুড়ে মারা যাওয়া সন্ধ্যা মণ্ডল (৬০) পূর্ব বর্ধমানের গলসির বড়মুড়িয়া গ্রামের বাসিন্দা।
হাসপাতাল সূত্র জানায়, একজন কোভিড রোগীর আত্মীয় প্রথম আগুন দেখতে পান। তারপর তিনি বাকিদের ঘুম ভাঙান। আগুন লাগার পর হাসপাতালের কর্মীরাই আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে হাসপাতালের রাধারাণী কোভিড ওয়ার্ডে প্রথম আগুনের শিখা দেখা যায়।
সেখানেই ৬ নম্বর ব্লকে করোনা আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন সন্ধ্যা মণ্ডল। হাসপাতালের কোভিড ওয়ার্ডের অন্য রোগীর আত্মীয়দের অভিযোগ, আগুন লাগার সময় হাসপাতালের নিরাপত্তারক্ষীসহ অন্য কর্মীরা ঘুমাচ্ছিলেন।
কলমকথা/বি সুলতানা
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।