সমগ্র ভারতে বেকার যুবক-যুবতীরা কর্মহীন জীবনের যন্ত্রণায় নিষ্পেষিত হচ্ছেন। লাখ লাখ যুবক ও মহিলার কোনো কর্মসংস্থান নেই। তারা খোঁজে পাচ্ছেন না চাকরি। অনেক স্নাতকধারী সম্পূর্ণরূপে চাকরি খোঁজা বন্ধ করে দিয়েছে। এমনকি অধিকাংশ উচ্চ শিক্ষিতরাও কম বেতনের চাকরি করছেন। ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশের নির্বাচনে বেকারত্ব একটি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে।

বেকার যুবক-যুবতীরা বলছেন, ‘আমরা চাকরি চাই, হিন্দু-মুসলিমদের মধ্যে কোনো বিভক্তি চাই না’। সবার আগে বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। উত্তরপ্রদেশের তরুণ চাকরিপ্রার্থীদের সাথে কথা বলে তাদের বেকারত্বের হতাশা সম্পর্কে জানতে পারে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি নিউজ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বেকাররা জানান, রাজনীতিবিদরা নির্বাচনকে সামনে রেখে হিন্দু-মুসলিম ইস্যু টেনে এনে সহিংসতা সৃষ্টি করে। অথচ দেশের বিশাল সংখ্যক মানুষ বেকার জীবন কাটাচ্ছেন।

 

কলমকথা/ বিথী