ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কি রাশিয়াকে সতর্ক করে দিয়ে বলেছেন, আমরা আমাদের নিজেদের প্রতিরক্ষা নিশ্চিত করবো। এছাড়া এই যুদ্ধ গোটা ইউরোপে ছড়িয়ে পড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়ে তিনি রুশ প্রেসিডেন্টকে হামলা থেকে দূরে থাকতে বলেন।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, বুধবার (২৩ ফেব্রুয়ারি) এক ফোন কলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কথা বলতে চেয়েও পারেননি জানিয়ে তিনি বলেন, আমি রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্টের সাথে কথা বলতে ফোন দিয়েছিলাম। কিন্তু অপর প্রান্তে ফোন নীরব ছিলো।

তিনি আরও বলেন, রাশিয়া প্রায় ২ লাখ সেনা জড়ো করেছে ইউক্রেন সীমান্তে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কি রাশিয়ার জনগণের প্রতি আবেগী এক বার্তায় আক্রমণ থামানোর অনুরোধ জানিয়ে বলেন, ইউক্রেনের ব্যাপারে আপনাদের ভুল বোঝানো হয়েছে। তিনি বলেন, কারা যুদ্ধ বন্ধ করতে পারে? জনগণ। আমি নিশ্চিত, আপনাদের মধ্যেও এমন মানুষ আছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট রাশিয়ার আক্রমণ প্রতিহত করার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করে বলেন, যদি আপনারা আক্রমণ তাহলে আমাদের মুখ দেখতে পাবেন, পিঠ নয়। যদি তারা (রাশিয়া) হামলা চালায়, আমাদের দেশ, আমাদের স্বাধীনতা, আমাদের জীবন এবং আমাদের সন্তানদের জীবন কেড়ে নিতে চায়, তাহলে আমরা নিজেদের রক্ষা করবো।

 

কলমকথা/সাথী