ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ১৯তম দিন চলছে আজ। এমতাবস্থায়ত ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে দূতাবাস সরিয়ে পোল্যান্ডে নিচ্ছে ভারত। পোল্যান্ড থেকেই ইউক্রেনের যাবতীয় কাজ করবেন ভারতীয় দূতাবাসের কর্মীরা।

গতকাল রোববার (১৩ মার্চ) এক টুইট বার্তায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এ তথ্য জানান। তিনি বলেন, যুদ্ধপরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

উক্রেনে পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। বিশেষ করে দেশের পশ্চিমাংশে হামলা ক্রমেই বাড়ছে। তাই আপাতত ইউক্রেনের ভারতীয় দূতাবাসকে সাময়িকভাবে পোল্যান্ডে স্থানান্তরিত করা হবে বলে ঠিক করা হয়েছে।

 

 

কলমকথা/ বিথী