ষাট বছর কিংবা তার চেয়ে বেশি বয়সীদের করোনাভাইরাসের চতুর্থ ডোজ দিতে যাচ্ছে ইসরাইল। এর মধ্য দিয়ে অতিসংক্রামক ওমিক্রন থেকে মুক্তি পেতে টিকার অতিরিক্ত ডোজ দিতে যাওয়া প্রথম দেশ হতে যাচ্ছে তারা।
চার মাসে আগে সর্বশেষ ডোজ নিয়েছেন, এমন চিকিৎসাকর্মীদের জন্য চতুর্থ ডোজের প্রস্তাব দেওয়া হয়েছে। গতকাল রোববার (২ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এমন খবর দিয়েছেন।
যারা ইমিউনো কম্প্রোমাইজড কিংবা রোগপ্রতিরোধ ক্ষমতা যাদের নষ্ট হয়ে গেছে, গেল সপ্তাহে তাদের টিকার অতিরিক্ত ডোজ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। বার্ধক্য ওয়ার্ড ও নার্সিং হোমের রোগীদের জন্যও টিকার অতিরিক্ত ডোজ দেওয়ার কথা বলা হয়েছে। ৯৫ লাখ জনসংখ্যার ইসরাইলে গত সপ্তাহে প্রতিদিন পাঁচ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে।
সপ্তাহের শেষে এই রোগীর সংখ্যা চারগুণ বেড়ে যাওয়ার কথা। নাফতালি বেনেট বলেন, প্রতিদিন গড়ে ৫০ হাজার ইসরাইলি করোনায় আক্রান্ত হতে পারেন। যা আগের চুড়ান্ত সংক্রমণের চেয়ে প্রায় পাঁচগুণ বেশি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।