উপদেষ্টারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ভুলপথে পরিচালিত করছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস বৃহস্পতিবার এই দাবি করেছে।
দক্ষিণ দিকে অবস্থিত প্রতিবেশী দেশ ইউক্রেনে রাশিয়া ২৪ ফেব্রুয়ারি সামরিক অভিযান শুরু করে। কিন্তু ইউক্রেন সেনাদের তীব্র প্রতিরোধের মুখে বিভিন্ন ফ্রন্টে রুশ সেনাদের অগ্রযাত্রা থেমে গেছে।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের যোগাযোগ বিষয়ক পরিচালক কেট বেডিংফিল্ড বলেন, আমাদের কাছে তথ্য আছে- সেনাবাহিনী পুতিনকে ভুল পথে পরিচালিত করছে। ইউক্রেনে যুদ্ধ কত নাজুক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে প্রেসিডেন্টকে সেটা বলতে তারা ভয় পাচ্ছেন। এছাড়া পশ্চিমাদের নিষেধাজ্ঞার ক্ষতি কতটা ব্যাপক পুতিনকে সে কথাও তারা বলতে পারছেন না। এ কারণে প্রেসিডেন্ট পুতিন এবং সেনাদের মধ্যে স্থির উত্তেজনা বিরাজ করছে।
সূত্র: রয়টার্স
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।