সামাজিক যোগাযোগমাধ্যমকে বিষোদগার করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেছেন, সামাজিক মাধ্যমগুলো গণতন্ত্রের জন্য হুমকি। স্থানীয় সময় শনিবার তিনি এ মন্তব্য করেন। খবর আলজাজিরার।
এরদোগান বলেছেন, সত্যের ফ্রেমে থেকে মিথ্যা তথ্য ও প্রপাগান্ডার বিরুদ্ধে লড়াই করা জরুরি হয়ে পড়েছে।
তুরস্ক সরকার অনলাইনে ভুয়া তথ্য ও সংবাদ ছড়ানোর বিষয়টি অপরাধ হিসেবে গণ্য করছে। তবে সমালোচকরা বলছেন, এটি বাক স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করার অপচেষ্টা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।