মহামারি করোনাভাইরাস নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রতিরোধে ট্রাকচালকদের বিক্ষোভে কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্ত বন্ধ দিয়েছে সোমবার (৭ ফেব্রুয়ারি)। ট্রাকচালকদের এই আন্দোলনের অংশ হিসেবে সীমান্ত পার হওয়ার লেন বন্ধ করে দেয় তারা।
উইন্ডসর পুলিশ টুইট করে জানিয়েছে, দুই দিকের লেনদেন প্রথমে বন্ধ থাকলেও যুক্তরাষ্ট্রগামী লেনগুলি ফের খুলে দেয়া হয়েছে। এ ব্যাপারে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) কানাডার রাজধানী অটোয়ার উপ-পুলিশ প্রধান স্টিভ বেল সাংবাদিকদের বলেন, যে যানবাহন গুলো ওই বিক্ষোভে অংশ নেয় সেগুলো অচল করে দিয়েছে পুলিশ। শহরের কেন্দ্রস্থলে প্রতিবাদে অংশ নেয়া চার শতাধিক ট্রাকের এক চতুর্থাংশের মধ্যে শিশু রয়েছে।
ঠান্ডা, শব্দদূষণ, কার্বন মনোক্সাইডের ঝুঁকি এবং পর্যাপ্ত স্যানিটেশনের সুবিধা না থাকার জন্য এসব শিশুদের সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন পুলিশ। এদিকে, কানাডার জননিরাপত্তা মন্ত্রী মার্কো মেন্ডিসিনো সাংবাদিকদের বলেছেন, অ্যাম্বাসেডর সেতুকে কেন্দ্র করে সরবরাহ ব্যবস্থা সচল রাখার জন্য কাজ চালিয়ে যাব আমরা। কানাডার ৭৫ শতাংশ রপ্তানি পণ্য যুক্তরাষ্ট্রে পাঠানো হয়। আর এই সেতুটি হয়ে প্রতিদিন প্রায় ৮ হাজার ট্রাক পারাপার হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।