মেক্সিকো’র কারাগারে হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। রোববার (১ জানুয়ারি) মেক্সিকোর সিউদাদ জুয়ারেজের একটি কারাগারে সাঁজোয়া যান দিয়ে হামলা চালায়। এতে ১০ জন গার্ড ও চার জন কারাবন্দি নিহত হয়েছেন। খবর ডয়চে ভেলে’র।

চিহুয়াহুয়া রাজ্যের সরকারি কৌঁসুলির অফিস জানিয়েছে, এ ঘটনায় ১৩ জন আহত হয়েছে। আর জেল থেকে পালিয়ে গেছে ২৪ জন বন্দী। তারা বলছে, বেশ কয়েকটি সাঁজোয়া যান কারাগারে আসে এবং বন্দুকধারীরা গার্ডদের ওপর গুলি ছোড়ে।

সকাল সকাল ওই হামলার পর কারাগারের ভেতরে দাঙ্গা লেগে যায়। বিভিন্ন অপরাধী চক্র ও মাদক কারবারি গ্রুপের সদস্যরা কারাগারের বিভিন্ন সেলব্লকে সংঘর্ষে জড়িয়ে পড়ে। কারাগারের নিয়ন্ত্রণ ফিরে পেতে নিরাপত্তা বাহিনীর কয়েক ঘণ্টা লেগে যায়।
এদিকে কারাগারে হামলার আগে কয়েকজন বন্দুকধারী কাছেই সিউদাদ জুয়ারেজ শহরের পুলিশের ওপর হামলা চালায়।

পরে ওই বন্দুকধারীদের গাড়িগুলোকে ধাওয়া করে পুলিশ। শেষ পর্যন্ত হামলাকারীদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের একটি গাড়ি আটক করা হয়। পরে বন্দুকধারীদের অপর একটি দল কারাগারের বাইরে গার্ডদের ওপর হামলা চালায়।