২০ বছর আগের সম্পর্কের জের ধরে প্রয়াত আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার বিরুদ্ধে নির্যাতন ও ধর্ষণের অভিযোগ এনেছেন কিউবার এক নারী। ৩৭ বছর বয়সী সেই কিউবান নারীর নাম ম্যাভিজ আলগারেজ রেজো। আর্জেন্টাইন সংবাদমাধ্যম প্রেস অফ বুয়েনস আয়ারসের কাছে সোমবার এই অভিযোগ জানান তিনি।

রেজো দাবি করেন, ১৬ বছর বয়সে ম্যারাডোনার সঙ্গে তার সম্পর্ক হয়। তাদের সেই সম্পর্ক চার-পাঁচ বছর স্থায়ী ছিল। এই সময়ের ভেতর ম্যারাডোনার শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। বেশ কয়েকবার ম্যারাডোনার দ্বারা ধর্ষিত হয়েছিলেন বলেও জানান রেজো। তিনি বলেন, ‘২০০১ সালে কয়েক সপ্তাহের জন্য ম্যারাডোনা তার সঙ্গে হোটেলে থাকতে বাধ্য করেছিলেন। এ সময় তিনি আমাকে বাহিরে যেতে দিতো না।

তার জন্য আমাকে স্তন অপারেশনও করতে হয়েছে।’করোনাভাইরাস মহামারির মধ্যে গত বছর মৃত্যু হয় ম্যারাডোনার। এরপরও এই ফুটবল কিংবদন্তির বিচার চাইলেন রেজো। বলেন, ‘আমি আমার বিষয়টা জানিয়ে দিয়েছি। বাকিটা আদালত দেখবে।’ যদিও অভিযোগটি অস্বীকার করা হয়েছে ম্যারাডোনার আইনজীবীদের পক্ষ থেকে। বিষয়টিকে কুৎসা রটানো বলে দাবি করছেন তারা।