আমি আপনাদের অভিযোগ গুলো নিয়ে বাহক হয়ে প্রাধান মন্ত্রীর কাছে দিব, আমার বিশ্বাস আমার বিশ্বাস আপা আপনাদের অভিযোগ আমলে নিয়ে অতীতের ন্যায় সকল সমস্যা সমাধান করবেন, মালয়েশিয়া কুমিল্লা সমিতির ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে এ সব কথা বলেন, কুমিল্লা সদর আসেনর এম পি আ. খ. ম বাহার। শনিবার সন্ধ্যায় একটি হোটেলের বল রুমে মালয়েশিয়া স্থ কুমিল্লা সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী অহিদূর রহমান অহিদ এর সভাপত্বতিতে অনুষ্ঠান যৌথ সঞ্চালনা করেন নূর মোহাম্মদ ভূয়া ও মামুনুর রশীদ, এ সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়া বাংলাদেশর বিভিন্ন জেলা সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সদস্য সহ বিভিন্ন পর্যায়ে কমিউনিটির নেতৃবৃন্দ।

আমি আপনাদের অভিযোগ গুলো নিয়ে বাহক হয়ে প্রাধান মন্ত্রীর কাছে দিব, আমার বিশ্বাস আমার বিশ্বাস আপা আপনাদের অভিযোগ আমলে নিয়ে অতীতের ন্যায় সকল সমস্যা সমাধান করবেন, মালয়েশিয়া কুমিল্লা সমিতির ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে এ সব কথা বলেন, কুমিল্লা সদর আসেনর এম পি আ. খ. ম বাহার। শনিবার সন্ধ্যায় একটি হোটেলের বল রুমে মালয়েশিয়া স্থ কুমিল্লা সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী অহিদূর রহমান অহিদ এর সভাপত্বতিতে অনুষ্ঠান যৌথ সঞ্চালনা করেন নূর মোহাম্মদ ভূয়া ও মামুনুর রশীদ, এ সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়া বাংলাদেশর বিভিন্ন জেলা সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সদস্য সহ বিভিন্ন পর্যায়ে কমিউনিটির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্যরা কুমিল্লার নামে বিভাগ চাওয়া সহ মালয়েশিয়া প্রবাসীদের পাসপোর্ট হাতে পেতে ৪থেকে ৫ মাস সময় না নিয়ে পূর্বের মত এক মাসের মধ্যে পাসপোর্ট হাতে দেওয়া আহবান করেন। প্রাধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আ খ ম বাহার বলেন, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সস্মান দিতে হবে তাদের ত্যাগ ও কষ্টের বিনিময়ে আমরা যে স্বাধীন রাষ্ট্র পেয়েছি সে ঋণ শোদ হওয়ার নয়!

অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্যরা কুমিল্লার নামে বিভাগ চাওয়া সহ মালয়েশিয়া প্রবাসীদের পাসপোর্ট হাতে পেতে ৪থেকে ৫ মাস সময় না নিয়ে পূর্বের মত এক মাসের মধ্যে পাসপোর্ট হাতে দেওয়া আহবান করেন। প্রাধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আ খ ম বাহার বলেন, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সস্মান দিতে হবে তাদের ত্যাগ ও কষ্টের বিনিময়ে আমরা যে স্বাধীন রাষ্ট্র পেয়েছি সে ঋণ শোদ হওয়ার নয়!