![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2020/12/resize-350x300x1x0-image-207700-1608313635.jpg)
- কোরআন তেলাওয়াতের সময় হামলা, নিহত ১৫
আন্তর্জাতিক ডেক্সঃ
আফগানিস্তানে এক কোরআন তেলাওয়াত অনুষ্ঠান চলাকালে হামলার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন অন্তত ১৫ জন। আহত আরো ২০ জন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শুক্রবার এই তথ্য জানিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, হতাহতদের সবাই একটি কোরআন তেলাওয়াত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রাথমিক তথ্যের বরাত দিয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিখ আরিয়ান জানান, মধ্য গজনি প্রদেশের এক জেলায় দুপুর দুইটা নাগাদ বিস্ফোরক বোঝাই মটর সাইকেল চালিত রিকশা বিস্ফোরিত হয়।
প্রাদেশিক গভর্নরের মুখপাত্র ওয়াহিদুল্লাহ জুমাজাদা বলেন, প্রাথমিক তথ্যানুসারে মটরসাইকেলে করে যখন এক ব্যক্তি বিভিন্ন জিনিষ বিক্রি করছিলেন এসময় তাকে ঘিরে ছিল অনেক শিশু। সেসময়ই বিস্ফোরণ ঘটে।
তিনি বলেন, তার পাশেই চলছিল কোরআন তেলাওয়াত অনুষ্ঠান।
এই হামলা দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি বলে দেশটির পক্ষ থেকে বলা হয়েছে। আল জাজিরা, গান্ধারা ব্রিফিং
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।