আজ ১৭ ফেব্রুয়ারী শনিবার সকাল ১১ টায় গালফ এয়ার (জিএফ-২৫০) বিমান যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রীস থেকে অবতরণ করেন গুরুতর অসুস্থ বাংলাদেশি কর্মী বেলায়েত হোসেন। বিমানবন্দরে বেলায়েতকে গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ।
এরপর ব্রেইন স্ট্রোকে প্যারালাইজড অবস্থায় আসা বেলায়েত হোসেনের পুনর্বাসন, উন্নত চিকিৎসা ও নিরাপদ আবাসনের জন্য বিমানবন্দর থেকে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ম্যানেজার আল আমিন নয়নের কাছে হস্তান্তর করেন প্রবাসী কল্যাণ ডেস্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবব্রত ঘোষ। এ সময় প্রবাসী কল্যাণ ডেস্কের শিফট ইন চার্জ মু. আব্দুল হান্নান, প্রবাসী কল্যাণ ডেস্ক ও ব্র্যাকের অন্যান্য কর্মকর্তা, বেলায়েত হোসেনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ দূতাবাসের চিঠি মারফত জানা যায় গ্রীসে ব্রেইন স্ট্রোক করে তার শরীরের এক পাস সম্পূর্ণ প্যারালাইজড হয়ে যায়। সেখানে চিকিৎসার ফলে কিছুটা সুস্থ হন কিন্তু প্যারলাইজড অংশ এখনও পুরোপুরি সুস্থ হয়নি।
বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় ১৫ ফেব্রুয়ারী এথেন্সের হাসপাতাল থেকে রিলিজ নিয়ে আজ দেশে ফেরেন বেলায়েত হোসেন। তিনি সেখানে থাকা অবস্থায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য পদ নিয়েছিলেন। ফলে তিনি ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে চিকিৎসা সহায়তা বাবদ ১ লক্ষ টাকা পাবেন বলে জানিয়েছেন দেবব্রত ঘোষ। পরবর্তীতে ব্র্যাকের পক্ষ থেকে ভুক্তভোগীকে দীর্ঘ মেয়াদি আবাসন চিকিৎসাসহ সার্বিক সহায়তা প্রদান করা হবে মর্মে জানা যায়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।