চীনের উত্তর-পূর্বাঞ্চলের জিলিন প্রদেশে একটি গুদামে ভয়াবহ আগুন লেগেছে। এতে ১৪ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে অন্তত ১২ জন।
শনিবার বিকালে প্রদেশের চ্যাংচুন শহরে এ ঘটনা ঘটে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনও জানা যায়নি। ঘটনাস্থলে এখনও উদ্ধারকাজ চলছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এসব তথ্য জানিয়েছে।
চীনের বার্তা সংস্থা সিনহুয়ার ঘটনাস্থলের কিছু ছবিও প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, আগুনে পুড়ে যাওয়া ভবনটির বাইরে ফায়ার সার্ভিসকর্মীরা মই ও ক্রেন ব্যবহার করে উদ্ধারকাজ চালাচ্ছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।