বিদ্যুৎ-জ্বালানির তীব্র সংকট এবং খাদ্য ও ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির জেরে শ্রীলঙ্কায় বিক্ষোভ সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটিতে এবার জারি করা হল জরুরি অবস্থা।
গতকাল শুক্রবার (১ এপ্রিল) রাতে সরকারি গেজেটে এই ঘোষণা দেয়া হয়। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। তীব্র অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলঙ্কাজুড়ে চলছে জনবিক্ষোভ।
এমতাস্থায় জননিরাপত্তা, শৃঙ্খলা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ এবং জরুরি সেবা ঠিক রাখতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপক্ষে।
কলমকথা/ বিথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।