তুষারধসে ৭ সেনা সদস্যের মৃত্যু ঘটনা ঘটেছে ভারতের অরুণাচল প্রদেশে। ভারতের সেনাবাহিনীর বরাত দিয়ে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস। গতকাল সোমবার (৭ ফেব্রুয়ারি) এসব সেনারা তুষারধসে আটকে পড়েছিলেন।
ইতোমধ্যে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় পত্রিকায় বলা হয়েছে, ভারতীয় অরুণাচল প্রদেশের কামেঙ্গ সেক্টরের উঁচু এলাকায় তুষারধসের মুখে পড়েছিলেন দেশটির সেনাবাহিনীর সাত সদস্য।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানায়, তুষারধসের পর থেকে পর থেকে তাদের পাওয়া যাচ্ছিল না। মারা যাওয়া সদস্যরা টহল দলের সদস্য ছিলেন। তাদের খোঁজে শুরু হয়েছিল উদ্ধারকাজ। নিখোঁজদের সন্ধানে আকাশপথে বিশেষ দলকে উড়িয়ে আনা হয়েছিল।
কলমকথা/সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।