ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ১৯তম দিন চলছে। এদিকে, গতকাল সোমবার (১৪ মার্চ) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় ২০ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৯ জন আহত হয়েছেন।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে। যদিও ইউক্রেন এই অভিযোগ অস্বীকার করেছে। তবে রাশিয়ার এই দাবির ব্যাপারে বিবিসি স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি।
যদিও এদিন সকালে দোনেৎস্কে ক্ষেপণাস্ত্র হামলার খবর শোনা গিয়েছিল বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।এদিকে বার্তা সংস্থা রয়টার্সকে ক্রেমলিন বলেছে, বেসামরিক নাগরিকদের ওপর এই ধরনের হামলা খুবই দুঃখজনক। মনে হচ্ছে ইউক্রেনের নেতারা দেশটির সেনাবাহিনীকে হামলার নির্দেশ দিয়েছে।
কলমকথা / সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।