কলম কথা ডেস্কঃ

বুধবার নন্দীগ্রামের হামলার ঘটনায় বাম পায়ের গোড়ালির হাড়ে গুরুতর আঘাত পেয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সাথে পায়ের পাতা, ডান হাত, গলা এবং ডান কাঁধেও আঘাত পেয়েছেন গুরুতর। হাসপাতাল কতৃপক্ষ এ বিষয়ে নিশ্চিত করেছে। আপাতত তাকে ৪৮ ঘন্টার জন্য আইসিইউতে রাখা হয়েছে।

হাসপাতাল কতৃপক্ষ বলছে, মুখ্যমন্ত্রীর পায়ে প্লাস্টার করা হয়েছে। বৃহস্পতিবার আবার সিটি স্ক্যান হওয়ার কথা। আঘাত পাওয়ার পর মুখ্যমন্ত্রী মমতাকে গ্রিন করিডোর করে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে। সেখানে তাকে উডবার্ন ওয়ার্ডের সাড়ে ১২ নম্বর কেবিনে ভর্তি করানো হয়। এসএসকেএম-এ একাধিক পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসার পর সিদ্ধান্ত হয়, তার এমআরআই করানো হবে। সেই মতো অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যাওয়া হয় বাঙুর ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস-এ। সেখানে এমআরআই করিয়ে রাত ১টা নাগাদ ফের আনা হয় এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে।

এমআরআই ও অন্যান্য শারীরিক পরীক্ষার রিপোর্ট খতিয়ে দেখার পর চিকিৎসক বন্দ্যোপাধ্যায় বলছেন, ‘‘পরীক্ষার প্রাথমিক রিপোর্টে ইঙ্গিত, বাম পায়ের গোড়ালি ও পায়ের পাতার হাড়ে গুরুতর আঘাত পেয়েছেন মমতা। এছাড়া ডান কাঁধ, ডান হাত ও গলায় ব্যাথা পেয়েছেন। তিনি আরও বলেন, ‘‘ঘটনার পর থেকেই মুখ্যমন্ত্রী বুকে ব্যথা এবং শ্বাসকষ্টের সমস্যা অনুভব করছেন। আগামী ২৪ ঘণ্টার জন্য তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।’’

বুধবার নন্দীগ্রামে চার পাঁচ জন মিলে মমতাকে ধাক্কা মেরে ফেলে দেয় বলে অভিযোগ তৃণমূলের। এদিকে বিজেপির নেতারা বলছেন, দুর্ঘটনাকে হামলা বলে চালিয়ে দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে সহানুভূতি আদায়ের জন্য ‘নাটক’ করছেন তিনি।

সূত্র: আনন্দবাজার  ও এনডিটিভি