রাশিয়ার তাতারস্তানে একটি বিমানলেন বিধ্বস্ত হয়েছে ১৬ আরোহী নিহত হয়েছেন। বিমানটিতে ২৩ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। দেশটির জরুরি সহায়তাবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার মধ্যাঞ্চলের
তাতারস্তানে স্থানীয় সময় রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর আলজাজিরার। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ৭ জনকে উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুই পাইলটও আছেন।
চলতি বছর সেপ্টেম্বরে একই ধরনের দুর্ঘটনায় সাইবেরিয়ায় চারজন নিহত ও ১২ জন আহত হন। ১৯৭০ সালে চেক প্রজাতন্ত্র দুই ইঞ্জিন বিশিষ্টি স্বল্প দূরত্বে পরিবহনযোগ্য এল-৪১০ টার্বোলেড বিমানটি তৈরি করে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।