জাপানে প্রথমবারের মতো স্ব-চালিত (চালকবিহীন) বুলেট ট্রেনের পরীক্ষামূলক যাত্রা শুরু হয়েছে। পূর্ব জাপান রেলওয়ে কোম্পানি কর্তৃক পরিচালিত হবে এই চালকবিহীন বুলেট ট্রেনটি। গতকাল বুধবার বুলেট ট্রেনটির পরীক্ষামূলক যাত্রা দেখার জন্য স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকদের আমন্ত্রণ জানায় কর্তৃপক্ষ। জাপান টাইমসের খবরে বলা হয়েছে,
পূর্ব জাপান রেলওয়ে কোম্পানি ১২ কামরা বিশিষ্ট শিনকানসেন ট্রেনটি পরিচালনা করবেন। এই ট্রেনের বর্তমান গতি ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার হলেও ভবিষ্যতে এর গতি ২০০ কিলোমিটারে উন্নতি করার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। বুধবারের ওই পরীক্ষামূলক যাত্রায় স্বয়ংক্রিয় ট্রেনে একজন চালক থাকলেও তিনি ট্রেনটি পরিচালনা সংক্রান্ত কোনো কিছুতে হাত দেননি।
শুধুমাত্র অটোমুড অন করে দিলেই ট্রেনটি চলতে শুরু করে। এদিন মধ্য জাপানের নিইগাতা জেলায় পাঁচ কিলোমিটার প্রসারিত একটি রেল লাইনে ট্রেনটি তিন বার দুই দিকে যাতায়াত করে। চলাচল শুরু হওয়া থেকে শেষে থেমে যাওয়া পর্যন্ত এবং তার সঙ্গে গতির নিয়ন্ত্রণও স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।