![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2021/11/kk30-1.jpg)
পাকিস্তানের সমুদ্রসীমায় ঢুকে পড়ায় ভারতীয় জলেকে গুলি করে হত্যা করেছে দেশটির নৌবাহিনী। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিত্সাধীন আরও এক জেলে। রবিবার (৭ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এদিকে পাকিস্তানের এমন আচরণে ক্ষুব্ধ ভারত। কূটনৈতিকস্তরে নিজেদের জেলে হত্যা নিয়ে সোচ্চার নয়াদিল্লি।
ইতিমধ্যেই ভারতের পক্ষ থেকে একটি এফআইআর দায়ের করা হয়েছে। জানা গেছে, নিহত ওই জেলের নাম শ্রীধর রমেশ চামরে (৩২), তিনি মহারাষ্ট্রের বাসিন্দা ছিলেন।
এনডিটিভি বলছে, শনিবার বিকেলে পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের ওখা বন্দরের কাছে আন্তর্জাতিক জলসীমায় সতর্ক না করেই ভারতীয় জেলেদের ওপর গুলি চালায় পাকিস্তানের মেরিটাইম সিকিউরিটি এজেন্সি। গুলিতে ঘটনাস্থলেই এক জেলে নিহত হন। এ ঘটনায় আহত হন আরও এক জেলে। বর্তমানে গুজরাটের একটি হাসপাতালে আহত ওই জেলের চিকিৎসা চলছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।