মালয়েশিয়া পেনাং রাজ্য বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের খোঁজ নিতে স্বশরীরে উপস্থিত মান্যবর হাই কমিশনার মোঃ গোলাম সারোয়ার। স্থানীয় সময় আজ সকাল ১০টায় (১০ নভেম্বর) প্রবাসীদের খোঁজ নেওয়ার জন্য পেনাং রাজ্যর আগ্রাণী ব্যাংকের রেমিট্যান্স হাউজে উপস্থিত প্রবাসীদের সাথে মত বিনিময় করেন। এই সময় হাইকমিশনার পাসপোর্ট সেবায় অনলাইনের সুযোগ সুবিধা নিয়ে কথা বলেন প্রবাসীদের সাথে। প্রবাসীদের যে কোন সমস্যা নিয়ে দালালের সাথে যোগাযোগ না করে সরাসরি বাংলাদেশ হাইকমিশনের যোগাযোগের আহবান করেন।
সাধারণ প্রবাসীদের সাথে মত বিনিময়ে সময় বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর সুবিধা নিয়ে ও ২% প্রণোদনা বিষয় কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়া বাংলাদেশ হাইকমিশনের মান্যবর হাইকমিশনার মোঃ গোলাম সারোয়ার, কমার্শিয়াল কাউন্সিলর মোঃ রাজিবুল আহসান, মালয়েশিয়া অগ্রণী ব্যাংকের রেমিট্যান্স হাউজের সিইও সালেহ মোর্শেদ রিজার্ভ সহ সিনিয়র কর্মকর্তারা।

অপরদিকে পেনাং রাজ্যর পোস্ট লাজুর অফিসে গিয়ে পাসপোর্ট ডেলিভারি আবেদন গ্রহনের বিষয় খোঁজ নেন হাইকমিশনার। পোস্ট লাজুর সকল কর্মকর্তা ও মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানান হাইকমিশনার।

করোনা মহামারী কারনে এসওপি থাকায় পাসপোর্ট ডেলিভারিতে ও আবেদন গ্রহনের কিছু জটিলতা থাকলেও লকডাইন স্বাভাবিক হওয়ায় আবেদন ও ডেলিভারি কার্যক্রম ভালো ভাবে চলছে বলে জানান পোস্ট লাজুতে দায়িত্ব রত কর্মকর্তারা।