প্রবাসে বারমাস সিয়াম সাধনার মাস, প্রবাসীদের জন্য
মালয়েশিয়ায় ব্রাহ্মণবাড়িয়া জেলা এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মার্চ) রাজধানী কুয়ালালামপুরের হোটেল জি টাওয়ারে সংগঠনটির নেতৃবৃন্দসহ অন্যান্য জেলার প্রবাসীদের নিয়ে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় প্রবাসী ও দেশের সকলের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাতে দেশের জন্য জীবন দেওয়া সকল যোদ্ধাকে স্মরণ করে দোয়া করা হয়।
পরিবার পরিজন রেখে বছরের পর বছর, প্রতিমাসে মাথার ঘাম পায়ে ফেলে পরিবার ও দেশের জন্য যারা রাতদিন পরিশ্রম করে যাচ্ছে তারা ১২ মাস সিয়াম ও সাধনা করে বলে মনে করেন সংগঠনটির সভাপ্রতি নাজমুল ইসলাম বাবুল
সংগঠনটির সভাপতি মোঃ নাজমুল ইসলাম বাবুল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সাঈদুর রহমান সরকার ও আশফাকুল ইসলাম সোহেল এর প্রাণবন্ত সঞ্চালনায় রোজার ফজিলত ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্য তুলে ধরায় অনুষ্ঠানে পূর্ণ্যতা পায়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এম রেজাউল করিম রেজা, আহব্বায়ক মালয়েশিয়া আওয়ামীলীগ। বিশেষ অতিথি এ এস এম জাহিদুর রহমান, প্রথম সচিব (শ্রম), মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন, দাতো শ্রী কামরুজ্জামান কামাল, যুগ্ম আহব্বায়ক মালয়েশিয়া আওয়ামীলীগ। ব্রাহ্মণবাড়িয়া জেলা এসোসিয়েশনের উপদেষ্টা দাতো মোঃ বিল্লাল হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ জাকিরুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা কাইয়ুম সরকার, দাতো শ্রী জালাল উদ্দিন সেলিম, মানিরুজ্জামান মনির সদস্য, আহব্বায়ক কমিটি মালয়েশিয়া আওয়ামীলীগ। কুয়ালালমপুর মহানগর আওয়ামীলীগের সাবেক সভাপতি এ আর মামুন। মালয়েশিয়া আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সদস্য বাবলা মজুমদার জহিরুল ইসলাম জহির মাসুদুল আলম রনি।
জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক মোঃ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান। স্বেচ্ছাসেবকলীগ মালয়েশিয়া শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক সাইমন, মুন্সিগঞ্জ জেলা সমিতির সভাপতি এস, কে সেন্টু, সাধারণ সম্পাদক টুটুল। গোপালগঞ্জ জেলা সমিতির সভাপতি মশিউর রহমান লিংকন, সাধারণ সম্পাদক বাবুল সর্দার। শরিয়তপুর জেলা সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির। সাবেক ছাত্রলীগ নেতা মোল্লা মওদুদ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, সংগঠনটির সহ সভাপতি মোঃ আব্দুল্লাহ, মোঃ রাসেল মিয়া. মোঃ রহমান, মোঃ রিপন মিয়া, রাসেল মিয়া। যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সজিব মিয়া, মোঃ মানিকুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক মোঃ বাদশা মিয়া, হাবিব মিয়া, মোঃ সোহেল মিয়া, মোঃ আব্দুল্লাহ আল মামুন। প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ অন্তর, সহ প্রচার সম্পাদক মোহাম্মদ ফয়সাল মালিক, অর্থ সম্পাদক মোঃ দৌলত আহমেদ, দপ্তর সম্পাদক আরডি রিয়াদসহ অনেকে।
ইফতার মাহফিলে বাংলাদেশী নারী পুরুষ সহ স্থানীয় নাগরিকরা উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।