২০০ কোটি রুপি আর্থিক প্রতারণার মামলার আসামী সুকেশ চন্দ্রশেখর ও বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের মধ্যে সম্পর্কের কথা শোনা গেছে কিছুদিন ধরেই। এবার প্রেমের কথা স্বীকার করলেন সুকেশ নিজেই। তিনি তার আইনজীবীর মাধ্যমে একটি প্রেস বিবৃতি প্রকাশ করেছেন।
সেখানে নিজের ব্যাপারে ও জ্যাকুলিনের সঙ্গে সম্পর্ক নিয়ে নানা তথ্য তুলে ধরেছেন। সুকেশের আইনজীবী অনন্ত মালিক যে প্রেস বিবৃতি প্রকাশ করেছে সেখানে সুকেশ দাবি করেছেন, তাকে যে ‘ঠকবাজ’ হিসেবে লেখা হচ্ছে সেটা ঠিক নয়।
সঙ্গে সুকেশ মেনে নিয়েছেন অভিনেত্রী জ্যাকুলিনের সঙ্গে তার সম্পর্কের কথা যদিও সুকেশের দাবি সেটা তার ব্যক্তিগত বিষয়। কোনও আইনি মামলার অংশ নয়।
সুকেশের দাবি, তিনি কর্পোরেট লবিস্ট হিসেবে কাজ করতেন যারা বিভিন্ন কর্পোরেট হাউজ ও সরকারের মধ্যে যোগাযোগ রেখে চলে। সেই সূত্রেই তার সঙ্গে সম্পর্ক আছে অনেক রাজনীতিবিদ, সরকারি কর্মচারী ও বড় ব্যবসায়িক পরিবারদের।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।