চীনের ইস্টার্ন এয়ারলাইনসের একটি প্লেন ১৩২ আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে বেশ কয়েক ঘণ্টা হয়ে গেছে, এখনও হতাহত সংখ্যা অজ্ঞাত। দুর্ঘটনাস্থলে বড় অগ্নিকুণ্ডলী দেখা যায়। কয়েকশ উদ্ধারকর্মী অভিযানে নামেন।
কিন্তু এখনও পর্যন্ত এ ব্যাপারে স্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি। তাই আশঙ্কা করা হচ্ছে, প্লেনটির ৩২ আরোহীর কেউ বেঁচে নেই। তবে হতাহতদের বিস্তারিত এবং প্লেনটি বিধ্বস্ত হওয়ার কারণ এখনও স্পষ্ট করে জানা যায়নি। চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভির বরাতে এ তথ্য জানা গেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জেট ইঞ্জিনচালিত বোয়িং ৭৩৭ প্লেনটি স্থানীয় সময় সোমবার (২১ মার্চ) দুপুর ১টা ১১ মিনিটে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কুনমিং থেকে যাত্রী নিয়ে গুয়াংজুর উদ্দেশে রওনা হয়েছিল।
ফ্লাইট রাডার টোয়েন্টিফোরের তথ্যে দেখা গেছে, ২টা ২২ মিনিটে ৩২২৫ ফুট উচ্চতায় ৩৭৬ নট গতিতে চলমান থাকা অবস্থায় প্লেনটির ফ্লাইট ট্র্যাকিং শেষ হয়ে যায়। এটি ছয় বছরের পুরোনো ৭৩৭-৮০০ এয়ারক্রাফট বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে উদ্ধারকর্মীরা বলেছেন, প্লেনটি বিধ্বস্ত হওয়ার পর জঙ্গলে আগুন ধরে যায়। পড়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।