ইউক্রেনে হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ওপর কিছু বিধিনিষেধ আরোপ করেছে রাশিয়া। দেশটির কেন্দ্রীয় টেলিযোগাযোগ বিভাগ শুক্রবার এক বিবৃতিতে ওই বিধিনিষেধ আরোপ করে। খবর বিবিসি ও আরাদোলুর।
রাশিযার বিভিন্ন সংবাদ সংস্থা ও গণমাধ্যমের ফেসবুক পেজ বন্ধ করতে দেশটির টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।
ফেসবুক জানিয়েছে, তারা রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ফেক্ট চেক বন্ধ না করায় এ পদক্ষেপ নিয়েছে মস্কো। কিন্তু তারা তাদের নীতি থেকে সরে আসবে না বলেও জানিয়েছে।
তবে ফেসবুক ছাড়া অন্য সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে এ ধরনের নিষেধাজ্ঞার আওতায় আসছে কিনা তা জানা যায়নি।
এর আগে ২০২১ সালে টুইটারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়া।
কলমকথা/ বিথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।