বলিউডের জনপ্রিয় তারকা সুশান্ত সিং রাজপুত প্রায় দেড় বছর আগে না ফেরার মারা গেছেন। তার অকাল প্রয়াণের শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি তার অনেক ভক্তই। প্রিয় এই অভিনেতার না থাকাটা যেন একটা দুঃস্বপ্নের মতোই। প্রয়াত সেই তারকার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে নতুন বছরের শুভেচ্ছা।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সুশান্তের আইডি থেকে ‘হ্যাপি নিউ ইয়ার’-এর পোস্ট চোখে পড়তে চমকে উঠেছিলেন অনেকে। তারপর জানা যায়, অভিনেতার আইডি থেকে পোস্ট করেছেন তার বোন শ্বেতা। সেই শুভেচ্ছা বার্তায় লেখা, ‘সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং সব কিছুর ভালো হোক।
আমি শ্বেতা সিং কীর্তি ভাইয়ের হয়ে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।’ এই পোস্টে হাজারো মন্তব্য করেছেন তার ভক্ত-অনুরাগীরা। লেখেন, আমি কী স্বপ্ন দেখছি, এক সেকেন্ডের জন্য আমি ভেবেছিলাম সুশান্ত ফিরে এসেছে। যাই হোক স্বপ্ন, সুশান্ত আসলে আমাদের সাথেই আছেন। এ রকম হাজারো মন্তব্য পড়েছে সেই পোস্টের নিচে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।