মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করেছে বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব, মালয়েশিয়া।
মালয়েশিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।
স্থানীয় সময় রোববার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুয়ালালামপুরের একটি রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক ও সময় টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আবদুল কাদেরের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব, মালয়েশিয়ার সভাপতি ও আরটিভি মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজু।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম রতন, সহসভাপতি ও এনটিভির মালয়েশিয়া প্রতিনিধি কায়সার হামিদ হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক ওআইসিটুডের হেড অব মিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ সাঈদ হক, সাহিত্য-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ইউনিভার্সিটি মালায়ার পিএইচডি শিক্ষার্থী জিনাত তাবাসসুম, সংগঠনের সদস্য ও এসএ টিভির মালয়েশিয়া প্রতিনিধি বাপ্পি কুমার দাস, রেড লাইভের কর্ণধার তাহমিনা বারি রিনি, প্রবাসী ব্যবসায়ী মো. জাহাঙ্গীর হাওলাদার প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।