ভারতের ঝাড়খণ্ডে পাকুর জেলায় গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। গতকাল বুধবার (৫ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় পাকুরের গোবিন্দপুর-সাহিবগঞ্জ রাজ্য সড়কে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
এনডিটিভির বরাত দিয়ে দেশটির পুলিশ জানিয়েছে, অন্তত ৪০ জন যাত্রী নিয়ে বাসটি শিবগঞ্জের বারহারওয়া থেকে দেওঘর জেলার জাসিদিহ যাচ্ছিল। দুর্ঘটনার পর বেশ কয়েকজন যাত্রী বাসটির ভেতরে আটকা পড়েন।
পরে গ্যাস কাটার দিয়ে বাসের বিভিন্ন অংশ কেটে তাদের উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায়, ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে দুর্ঘটনার সময় ট্রাকে থাকা কোনো সিলিন্ডার বিস্ফোরিত হয়নি। এদিকে দুর্ঘটনার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক নিহতের পরিবারকে এক লাখ রুপি করে সাহায্যের ঘোষণা দেওয়া হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।