![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/01/ebdc2db5-c4a1-46a5-9430-1a6a2686b794_wl.jpg)
পাকিস্তানের বেলুচিস্তানে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৭ জন। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাতে বেলুচিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলায় মহাসড়কে একটি মাইক্রোবাস বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেওয়ায় হতাহতের এ ঘটনা ঘটে। মাইক্রোতে ২৫ জনেরও বেশি যাত্রী ছিল। তারা সবাই এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন।
নিহতদের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।