যে কোনো দেশের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক সেবা প্রদানকে বলা হয় কনস্ক্রিপশন। রাশিয়া-ইউক্রেনসহ বিশ্বের প্রায় ৮৮টি দেশে সামরিক প্রশিক্ষণ এবং সেনাবাহিনীতে ৬ মাস থেকে দুই বছর সেবা দেয়া বাধ্যতামূলক। সামরিক বাহিনীতে এই সেবা দেয়ার পর তাদেরকে বলা হয় রিজার্ভ ফোর্স বা অতিরিক্ত বাহিনী।
যেকোনো যুদ্ধে অথবা রাষ্ট্রীয় জরুরি অবস্থায় তাদেরকে ডেকে পাঠানো হয়। ওসব দেশে ১৮ বছরের বেশি হলেই পুরুষদের সেনাবাহিনীতে নাম লেখাতে হয় এবং মেয়েদেরকেও ভলান্টিয়ার হিসেবে থাকতে হয়। আবার নরওয়েসহ কিছু কিছু দেশে নারীদেরও যুদ্ধের প্রশিক্ষণ নিতে হয়। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যেও ন্যাশনাল সার্ভিস নামে এই সেবাটি বাধ্যতামূলক ছিলো। তবে ১৯৬০ সালে যুক্তরাষ্ট্রে এবং ১৯৬৩ সালে যুক্তরাজ্যেও বাধ্যতামূলক সামরিক সেবা বন্ধ করা হয়।
ভৌগলিক ইউরোপের ৪৪টি দেশের মধ্যে ১৫ টি দেশে এখনও কনস্ক্রিপশন বা বাধ্যতামূলক সামরিক সেবা রয়ে গেছে। সম্প্রতি রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ আনা হয়, রাশিয়া ইউক্রেন আক্রমণে নিয়মিত বাহিনীর সাথে কনস্ক্রিপশন ক্যাডেট বা রিজার্ভ ফোর্সের সদস্যদের ব্যবহার করছে।
যদিও রাশিয়া এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছে, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানে কেবল নিয়মিত বাহিনীই অংশগ্রহণ করছে। রিজার্ভ ফোর্স বা কনস্ক্রিপশন ক্যাডেটদের ব্যবহারের কোনো প্রয়োজন এবং পরিকল্পনা নেই বলে রাশিয়ার জনগণকে আশ্বস্ত করেন তিনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।