উগান্ডার রাজধানী কামপালার একটি বারে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো তিনজন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিবিসির ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার রাতে বোমা হামলার ঘটনায় ২০ বছর বয়সী একজনের মৃত্যু হয়। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে যায়। পুলিশ বলছে, টেবিলের নিচে বিস্ফোরক রাখার আগে তিন সন্দেহভাজন বোমারু গ্রাহকের ছদ্মবেশে সেখানে গিয়েছিল।
জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এরই মধ্যে ওই হামলার দায় স্বীকার করেছে। উগান্ডায় সন্ত্রাসবাদ সম্পর্কে ব্রিটিশ সরকার সতর্কতা জারি করার এক সপ্তাহ পর এই বিস্ফোরণের ঘটনা ঘটল।
সূত্র: বিবিসি।