সম্প্রতি ভারতের কেরালা পুলিশের টুইটারে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, এক জোড়া হাতি পুলিশ স্টেশনের ভেতরে ঢোকার চেষ্টা করছে। খবর এনডিটিভির। কেরালার পারম্বিকুলম পুলিশ স্টেশনে ঘটনাটি ঘটে। ভিডিওতে দেখা যায়, পারম্বিকুলম পুলিশ স্টেশনের লোহার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করছে মা হাতি ও তার শাবক।
কেরালা পুলিশ ভিডিও ক্লিপটির ক্যাপশনে মালায়লামে লিখেছে, মা হাতি এবং তার শাবক পারম্বিকুলম পুলিশ স্টেশনে পৌঁছে কি করেছে তা জানতে ভিডিওটি দেখুন। সামাজিক যোগাযোগমাধ্যমে কেরালা পুলিশের সরব উপস্থিতি নিয়মিত ঘটনা। তবে রোববার (২ জানুয়ারি) পোস্ট করা ভিডিওটিতে তারা একটু টুইস্ট করেছে।
যেমন তারা জনপ্রিয় মালায়লাম সিনেমার সংলাপ ও গান ভিডিওটিতে যুক্ত করে একটু মজা করেছে। তাই ভিডিওতে দেখা যায়, যখন হাতি দুটি গ্রিল ভাঙার চেষ্টা করছে তখন মালায়লাম ‘কুবেরান’ সিনেমায় ব্যবহার করা ‘সতীর্থ’ শব্দটি শোনতে পাওয়া যায়। এরপর ‘মণিচিথরথযু’ সিনেমার স্কোর শোনা যায়। এরপর আরেকটি সংলাপ শোনা যায়, যাতে মনে হয়েছে হাতিটিকে তার নাম জিজ্ঞাসা করা হচ্ছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।