ভারতের মেঘালয়ে ২১ জন যাত্রী নিয়ে একটি বাস নদীতে পড়ে গেছে। এ ঘটনায় চালকসহ অন্তত ছয় জন এরই মধ্যে নিহত হয়েছে বলে এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।
সরকারি কর্মকর্তারা বলছেন, এখনো দুই জন নিখোঁজ রয়েছেন। স্থানীয় সময় বুধবার মধ্যরাতে পূর্ব গারো পাহাড় জেলায় দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ বলছে, তুরা থেকে শিলং যাচ্ছিল ওই বাস।
নংচ্রাম এলাকায় মেঘালয় পরিবহন কর্পোরেশনের বাসটি রিংদি নদীতে পড়ে যায়। বাস নদীতে পড়ে যাওয়ার খবর পেয়ে দমকল বাহিনীর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।
সূত্র: এনডিটিভি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।