দক্ষিণ আফ্রিকা ও ব্রিটেনে নতুন করোনারভাইরাসের সন্ধান। মহামারী ছড়িয়ে পড়ার আশংকা
নাহিদ হাসান আফ্রিকা
দক্ষিণ আফ্রিকা ও ব্রিটেনে নতুন ধরনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ খবর প্রকাশের পর যুক্তরাজ্যের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে নেদারল্যান্ডস।এবং দক্ষিণ আফ্রিকার সাথে বিমান চলাচল বন্ধ করেছে জার্মানী।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, দক্ষিণ আফ্রিকা ও ব্রিটেনের স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে নতুন ধরনের করোনা শনাক্তের বিষয়ে তারা অবগত হয়েছেন।
খবর বিবিসি, এএফপির।
আগে যে ধরনের ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে তার চেয়ে নতুন ধরনের এই কোভিড-১৯ ভাইরাস আরও দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তবে এ ধরনের ভাইরাস আরও বেশি প্রাণঘাতী।
নতুন এই ভাইরাসের সংক্রমণ যেন দ্রুত ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ইংল্যান্ডের দক্ষিণ-পূর্বের একটি বড় অংশ জুড়ে নতুন করে কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।
এক টুইট বার্তায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, নতুন ভাইরাসের বিষয়ে তাদের যুক্তরাজ্যের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে। এ বিষয়ে তাদের জানানো হয়েছে।
ভাইরাসের পরিবর্তন সম্পর্কে চলমান গবেষণা সম্পর্কে যুক্তরাজ্য বিভিন্ন তথ্য প্রকাশ করেছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, আগের করোনাভাইরাসের চেয়ে নতুন ধরনের ভাইরাসটির ৭০ শতাংশের বেশি দ্রুত ছড়িয়ে পড়ার ক্ষমতা রয়েছে।
তবে কর্মকর্তারা বলছেন, নতুন ধরনের এই ভাইরাস আগের ভাইরাসের চেয়ে বেশি প্রাণঘাতী এমন কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি।
এদিকে দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী জুয়েলিমিখিজে এক টুইটে বলেছেন, আমাদের জিনোমিক বিজ্ঞানীরা সার্স-কভ-২ ভাইরাসের নতুন একটি স্ট্রেইন শনাক্ত করেছে।
এটিকে ডাকা হচ্ছে ৫০১.ভি২ ভ্যারিয়ান্ট হিসেবে। তিনি আরও লেখেন, সংগৃহীত প্রমাণের ভিত্তিতে জোরালো ইঙ্গিত মেলে যে, আমাদের এখানে দ্বিতীয় দফা সংক্রমণের পেছনে ভাইরাসটির এই নয়া স্ট্রেইনই দায়ী।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহামারীবিদ মারিয়া ভানকের খোভ বলেন, আমাদের সার্স-কভ-২ ভাইরাসের বিবর্তন দলটি তাদের সঙ্গে কাজ করছে।
তারা সংক্রমণের ক্ষেত্রে পূর্বের তুলনায় ভাইরাসটির আচরণে কোনো পরিবর্তন এসেছে কি না তা নির্ধারণে গবেষকদের সঙ্গে মিলে কাজ করছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।