মাত্র ১২ বছর বয়সেই ঘুষি দিয়ে ভেঙ্গে ফেলছে শক্ত গাছের গুঁড়ি, কখনও বা তার ঘুষিতে দুমড়ে মুচড়ে যাচ্ছে স্টিলের দরজা! ১২ বছরের এভনিকা সাভাকাসের এমন কীর্তির ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়! বক্সিংয়ের দক্ষতা আর অকল্পনীয় ঘুষির জোরের কারণে মাত্র ১২ বছর বয়সেই রাশিয়ার বাসিন্দা এভনিকা পেয়েছে ‘বিশ্বের সবচেয়ে বেশি শক্তিশালী মেয়ে’র শিরোপা। বাবা রুস্ট্রাম সাভাকাসের কাছে বক্সিংয়ে প্রশিক্ষণ নিয়েছে এভনিকা। ৫ বছর আগে প্রথম শিরোনামে আসে এভনিকা, সেইসময় তার একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে ১ মিনিটের কম সময়ে ১০০টা বক্সিং পাঞ্চ মেরেছিল সে! তখন তার বয়স ছিল মাত্র ৮। সম্প্রতি এভনিকার দুটি ভিডিও ভাইরাল হয়েছে, একটিতে দেখা যাচ্ছে বক্সিং পাঞ্চে শক্ত গাছের গুঁড়ি ভেঙে ফেললো মেয়েটি, চোখে না দেখলে কল্পনাই করা যায় না! দ্বিতীয় ভিডিওতে দেখা যাচ্ছে, ঘুষি মেরে শক্ত স্টিলের দরজা দুমড়ে মুচড়ে ভেঙ্গে দিলো এভনিকা! এভনিকার জানিয়েছেন, ‘আমি বক্সিং খুব ভালবাসি, যখন এক-একটা পাঞ্চ মারি, যে আওয়াজটা হয়, দারুণ লাগে! আমি যখন খুব তাড়াতাড়ি পাঞ্চিং করি, আমার পাও সেই ছন্দে তাল মেলায়।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।