বাপ্পী কুমার দাস, মালয়েশিয়া ;
মঙ্গলবার গভির রাতে মালয়েশিয়ার জালান দেওয়ান সুলতান সুলাইমান ১ এর ৫ তালা ভাবন থেকে অভিযান চালিয়ে ১৫০ জন অভিবাসী কর্মীদের গ্রেফতার করে মালয়েশিয়া অভিবাসন বিভাগ।
আটককৃত সকলের নথিপত্র চেক করে ৯৫ জন কে গ্রেফতার করা হয়। বাকিদের বৈধ কাগজ পত্র থাকা ছেড়ে দেওয়া হয়।
৯৫ জন অবৈধ অভিবাসী কর্মীদের মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, নেপাল ও পাকিস্তানের নাগরিক রয়েছে।
আটককৃতদের মধ্যে ৫২ জন পুরুষ, ৪৩ জন মহিলা রয়েছে বলে জানান কুয়ালালামপুর ফেডারেল টেরিটরি ইমিগ্রেশন ডিরেক্টর, স্যামসুল বদরিন মহসিন। তবে গ্রেফতার কৃতদের মধ্যে কত জন বাংলাদেশী তা এখনো জানাযায়নি।
তবে এর আগে দেশটির এনফোর্সমেন্টের কর্মকর্তারা দূর্ঘ দিন এলেকায় পর্যবেক্ষণ করে আসছিল। আটককৃত অভিবাসী কর্মীদের বেশীর ভাগ নির্মাণ সাইট ও পরিচ্ছন্ন কর্মী হিসাবে কাজ করত বলে জানা যায়।
আটককৃত অভিবাসী কর্মীরা যে এলেকাতে বসবাস করতে অগ্নিকান্ডের জন্য বিপদ জনক, বিদ্যুৎ ও পানি ব্যবস্তা তেমন ভালো নয়। মালয়েশিয়া আবাসন প্রকল্পের নিয়ম অনুযায়ী বসবাসের অনিরাপদ বলে জানান, কুয়ালালামপুর ফেডারেল টেরিটরি ইমিগ্রেশন ডিরেক্টর, স্যামসুল বদরিন মহসিন।
শেষ তথ্য অনুযায়ী আটককৃত অভিবাসী কর্মীদের বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।