মালয়েশিয়া বাংলাদেশী নাগরিক মনির কে সন্ধান চেয়েছে ইমিগ্রেশন।
মালয়েশিয়ান অভিবাসন বিভাগের ফেসবুক পেজে শনিবার সকালে বাংলাদেশী নাগরিক মনির হোসেন খোঁজ চেয়েছেন স্থানীয় নাগরিকদের কাছে।
মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট (ইআইএম ) জনসাধারণকে অভিবাসন আইন ১৯৫৯/৬৩এর অধীনে কিছু প্রসিকিউশন মামলা সংক্রান্ত আদালতে শুনানির উদ্দেশ্যে মনির হোসেনর বিষয়ে তথ্য সরবরাহ করতে সাহায্য করতে বলছে।
প্রাসঙ্গিক তথ্য সহ জনসাধারণকে ইমিগ্রেশনের সিনিয়র ডেপুটি সহকারী পরিচালক (টিপিপিকে) রাফিদা বিনতি সুলাইমান, এনফোর্সমেন্ট ডিভিশন, মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্ট হেডকোয়ার্টার, পুত্রাজায়ার সাথে ০৩৮৮৮০১৩২৫/১৩৩৮ নম্বরে অফিস চলাকালীন এবং অপারেশন রুমে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
তবে এই বাংলাদেশীর অপরাধ কি উল্লেখ করা হয়নি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।