জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালন / বাংলাদেশ হাইকমিশ

বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী পালন ও জাতীয় শিশু দিবস উদযাপন করল মালয়েশিয়া বাংলাদেশ হাইকমিশন।

স্থানীয় সময় (১৭ মার্চ) বৃহস্পতিবার সকাল ১০ টায় দূতাবাসে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রতিপাদ্য বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার সব শিশুর সমান অধিকার।

মালয়েশিয়া নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোঃ গোলাম সারোয়ার দিনের কর্মসূচি শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এর পর পবিত্র কুরআন তেলওয়াত ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত মোঃ গোলাম সারোয়ার দূতাবাস প্রাধান রুহুল আমিনের পরিচালনায় রাষ্ট্র প্রতির বাণী পাঠ করেন কাউন্সিলর লেবার মোঃ জহিরুল ইসলাম।
এ সময় প্রাধান মন্ত্রীর বাণী পাঠ করেন কাউন্সিলর ( কনসোলার) জও এম রাসেল রানা। পররাষ্ট্রমন্ত্রী বাণী পাঠ করেন পাসপোর্ট ও ভিসা শাখার প্রথম সচিব মিয়া মোহাম্মদ কিয়াম উদ্দিন, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন দ্বিতীয় সচিব ( রাজনৈতিক) মিস রেহেনা পারভান।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাষ্ট্রদূত বলেন, আজকের বাংলাদেশ এগিয়ে যাওয়ার বাংলাদেশ। যে স্বাধীন দেশ বঙ্গবন্ধু আমাদের উপহার দিয়েছেন ও সারাবিশ্বে তার উন্মেষ ঘটিয়েছেন তা আজ প্রাধান মন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে এগিয়ে চলেছে।

অনুষ্ঠানে হাইকমিশনার মোঃ গোলাম সারোয়ার বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটেন ও বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক শিশু চিত্রাঙ্কন ও বির্তক ভার্চুয়ালি প্রতিযোগিতা অংশ নেওয়া তিন জন বিজয়ীর নাম ঘোষণা করেন।

চলমান করোনা বিধিনিষেধ থাকায় শিশুদের পুরস্কার ডাকযোগে পাঠানো হবে।

এ সময় অনুষ্ঠান উপস্থিত ছিলেন ডেপুটি হাই কমিশনার খোরশেদ খাস্তগীর ও দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ।