ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। দেশটিতে হামলার জেরে রাশিয়া এবং সে দেশের ধনকুবেরদের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে পশ্চিমা দেশগুলো।

এর ধারাবাহিকতায় রাশিয়ার ধনকুবেরদের কয়েকটি বিলাসবহুল প্রমোদতরী জব্দ করেছে ইতালি ও জার্মানি। এবার সে তালিকায় যুক্ত হলো স্পেন।

 

অভিযোগ উঠেছে ইতোমধ্যে স্পেন এক রুশ ধনকুবেরের প্রমোদতরী জব্দ করেছে।

সোমবার (১৪ মার্চ) স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এক টেলিভিশনে জাহাজটি জব্দের তথ্য জানান।

জানা গেছে, স্পেনের বার্সলোনা পোতাশ্রয়ে জাহাজটি গত ফেব্রুয়ারি থেকে নোঙর ছিল। ১৪ কোটি মার্কিন ডলার সমমূল্যের সুপার প্রমোদতরিটি রুশ ধনকুবের সার্জেই চেমোজোভের। তিনি সোভিয়েত গোয়েন্দা সংস্থা কেজিবির সাবেক কর্মকর্তা।

বিভিন্ন সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, সার্জেই চেমোজোভ রাশিয়ার রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠান রোস্টেকের প্রধান।

প্রসঙ্গত, এর আগে রাশিয়ান দুই ধনকুবেরের দুটি প্রমোদতরী জব্দ করেছিল ইতালি।

খবর: দ্য গার্ডিয়ান