ইতালির রোমে অনুষ্ঠিত ‘প্রি-কপ-২৬ পার্লামেন্টারি মিটিং’-এ অংশগ্রহণ শেষে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সেখানে স্পিকারকে ফেডারেশন কাউন্সিল অফ রাশিয়ার ডিপার্টমেন্ট অফ ইন্টারন্যাশনাল রিলেশন্সের কাউন্সিলর সার্জেই ইসুটিন তাকে স্বাগত জানান। আজ বুধবার সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বলা হয়েছে, সেখানে রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের অনারারি কনসাল ফারসেনকো সার্জেই আলেক্সান্দ্রোভিচের পক্ষ থেকেও তাকে স্বাগত জানানো হয়। এসময় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম ও মস্কোতে বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত ডেপুটি হেড অফ মিশন ফয়সাল আহমেদ উপস্থিত ছিলেন।

স্পিকার ১৩ থেকে ১৫ অক্টোবর রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠেয় ‘থার্ড ইউরেশিয়ান উইমেন্স ফোরাম’-এ অংশগ্রহণ করবেন। স্পিকারের নেতৃত্বে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম ও আবিদা আনজুম মিতা ওই সম্মেলনে অংশগ্রহণ করবেন।