রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের শহর সুমির একটি রাসায়নিক প্ল্যান্ট থেকে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ছে। স্থানীয় সময় গতকাল সোমবার (২১ মার্চ) সুমির আঞ্চলিক গভর্নর দিমিত্র ঝিভিতিস্ক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সুমায়খিমপ্রম রাসায়নিক কারখানায় স্থানীয় সময় ৪টা ৩০ মিনিট থেকে অ্যামোনিয়া গ্যাস বের হতে শুরু করে। রাসায়নিক কারখানাটির পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে গ্যাস ছড়ানোর শঙ্কা রয়েছে।

তবে কী কারণে গ্যাস নির্গত হচ্ছে, তা উল্লেখ করেননি ঝিভিতিস্ক। লোকজনকে অন্যত্র সরিয়ে নেয়ার কথাও জানান তিনি। সুমি অঞ্চলটি এখন রুশ সেনাদের দখলে।

 

 

কলমকথা/ বিথী