কোপা আমেরিকায় ‘এ’ গ্রুপ থেকে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল আর্জেন্টিনা ও চিলি। শেষ দুই দল হিসেবে এবার তাদের সঙ্গী হলো উরুগুয়ে ও প্যারাগুয়ে। শুক্রবার বলিভিয়াকে হারিয়েছে উরুগুয়ে। আর টানা দুই বারের সাবেক চ্যাম্পিয়ন চিলির বিপক্ষে জিতে তাদের সঙ্গী প্যারাগুয়ে। কুইয়াবার এরেনা পান্তানালে ৪০ মিনিটে জাইর কুইন্তেরোসের আত্মঘাতী গোলে এগিয়ে যায় উরুগুয়ে।
দ্বিতীয়ার্ধে খেলার ১১ মিনিট বাকি থাকতে ২-০ করেন এদিনসন কাভানি। একটি করে হার ও ড্রয়ের পর একমাত্র জয়ে ৪ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে উরুগুয়ানরা। আরেক ম্যাচে প্যারাগুয়ে একই স্কোরে হারিয়ে দিয়েছে চিলিকে। ব্রায়ান সামুদিও ও মিগুয়েল আলমিরনের গোলে ৩ পয়েন্ট আদায় করেছে তারা। ৬ পয়েন্ট সংগ্রহে এখন দ্বিতীয় স্থানে প্যারাগুয়ে।
আগামী মঙ্গলবার গ্রুপসেরা হওয়ার হাতছানি নিয়ে উরুগুয়েকে মোকাবিলা করবে তারা। ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্জেন্টিনা একই দিন মুখোমুখি হবে বলিভিয়ার। চার ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপের লড়াই শেষ করেছে চিলি, এখন তাদের অবস্থান তিনে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।