সৌদি আরবের স্টার্টআপ কোম্পানিগুলোর ৪৫ শতাংশই মহিলাদের মালিকানাধীন প্রতিষ্ঠান বলে সম্প্রতি দেশটির এক সরকারি পরিসংখ্যানে প্রকাশিতে হয়েছে।

গত রোববার (২৮ আগস্ট) জেনারেল অথরিটি ফর স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস থেকে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, ২০২২ সালের প্রথমার্ধ পর্যন্ত নারীদের মালিকানাধীন উদ্যোগের স্টার্ট-আপ মোট মালিকের ৪৫ শতাংশে পৌঁছেছে ২০১৭ সালে অর্জিত শতাংশের দ্বিগুণ।

উদ্যোক্তার বিশ্বে নারীর ক্ষমতায়নের ফলে এই বৃদ্ধি, যা নিশ্চিত করে যে, ছোট ও মাঝারি উদ্যোগের প্রতিযোগিতামূলক সুবিধা দক্ষতা উন্নয়ন কর্মসূচি এবং ব্যবসায়িক ক্রিয়াকলাপে প্রযুক্তির একীকরণের মাধ্যমে উন্নত করা হয়।

এ প্রেক্ষাপটে প্রতিবেদনে ইঙ্গিত দেয়া হয়েছে, দেশটিতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের সংখ্যা এ বছরের প্রথমার্ধের শেষের দিকে ৮ লাখ ৯২ হাজার ৬৩৩-এ পৌঁছেছে, যা ২০২১ সালের শেষ প্রান্তিকের তুলনায় ২৫.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।